ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দল বরাবরই দুর্দান্ত। আজও বোলিংয়ে শুরুটা ভালোই ছিল। তবে টাইগ্রেসদের ফিল্ডিং আপ টু দ্য মার্ক হয়নি। একাধিক সহজ ক্যাচ হাতছাড়া করেছেন ফিল্ডাররা। গ্রাউন্ড ফিল্ডিংয়েও বেশ ঘাটতি ছিল। তারপরও বোলাররা সাধ্যমত চেষ্টা করেছেন। রাবেয়া-মারুফাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে দেড়শর আগে আটকে রেখেছে বাংলাদেশ।
রবিবার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়শতিকা ভাটিয়া।
বাংলা৭১নিউজ/এসএইচ