বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প র‍্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার হারুন ভারতে সর্বকালের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি ছুঁলো দিল্লিতে রোহিঙ্গারা যেন পাসপোর্ট না পায়, সতর্ক করল সংসদীয় কমিটি প্রেস কাউন্সিল পদক পেলেন চার সাংবাদিক-দুই প্রতিষ্ঠান অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা : কাদের গাজায় জাতিসংঘের সত্তা মরে গেছে: এরদোয়ান অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল ‌‘প্রতিবার উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দেয় কিন্তু পূরণ করে না’ খালের টেকসই উন্নয়নে নেদারল্যান্ডসের সঙ্গে কাজ করবে ডিএনসিসি পানির দাম ১০ শতাংশ বাড়ালো ঢাকা ওয়াসা ‘বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল ভারত’ ৮৭ উপজেলায় ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়েছে : সিইসি প্রবাসী কর্মীদের অর্থ ফেরত দিচ্ছে ইউনাইটেড প্ল্যান্টেশন প্রধানমন্ত্রীর এপিএস হাফিজুর-ডিপিএস তুষারের নিয়োগ বাতিল অস্ত্র প্রতি‌যো‌গিতার অর্থ জলবায়ু অভিঘাত থে‌কে রক্ষায় ব‌্যবহার করুন: প্রধানমন্ত্রী এবার আজিজের ‘দুর্নীতির’ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন তৃতীয় ধাপে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা শাহিনকে ফেরাতে চলবে কূটনৈতিক তৎপরতা: ডিএমপি কমিশনার ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

লোহিত সাগরের মূর্তিমান আতঙ্ক হুতিরা এবার যুক্তরাজ্যের একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। ইয়েমেনের মোচা উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এই হামলার ঘটনা ঘটেছে। খবর  বিবিসির। 

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে শনিবার (২৭ এপ্রিল) এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, তাদের যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার ‘আন্দ্রোমেদা স্টারে’ সরাসরি হামলা চালাতে সমর্থ হয়েছে। 

এদিকে গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্ট ফার্ম অ্যামব্রে দাবি করেছে, ‘আন্দ্রোমেদা স্টার’ জাহাজটি পানামার পতাকাবাহী এবং জাহাজটি বর্তমানে যুক্তরাজ্যের মালিকানাধীন নয়। ট্যাঙ্কারটি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের মালিকানাধীন ছিল বলে জানিয়েছে অ্যামব্রে। সংস্থাটির মতে, বর্তমানে এটি পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের মালিকানাধীন।

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে, পানামার পতাকাবাহী জাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

অ্যামব্রে জানিয়েছে, জাহাজটি লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অ্যান্ড্রোমিডা স্টার জাহাজটি ছোটখাটো ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এটি তার সমুদ্রযাত্রা চালিয়ে যাচ্ছে।

অ্যামব্রে এর আগে লোহিত সাগরের রুট ব্যবহার করার আগে জাহাজের মালিক ও অপারেটরদের ‘পুঙ্খানুপুঙ্খভাবে অধিভুক্তি পরীক্ষা’ করার পরামর্শ দিয়েছিল। কারণ হুতিরা পূর্ব মালিকানাধীন জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। 

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলি জাহাজে হামলা চালানো শুরু করে হুতি বিদ্রোহীরা তারা জানায়, ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে তারা এসব দেশের জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এর আগেও যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়েছিল হুতিরা। সশস্ত্র এ বিদ্রোহী গোষ্ঠীর হামলায় গত ফেব্রুয়ারিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল রুবিমার নামের একটি ব্রিটিশ জাহাজ। বেশ কয়েকদিন ভেসে থাকার পর গত ২ মার্চ এটি সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়। যদিও জাহাজটিকে তীরে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এতে সফল হননি উদ্ধারকারীরা।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com