শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

কেকেআরের ২৬১ রান টপকে পাঞ্জাবের অনবদ্য এক জয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

ধারাভাষ্যকাররা উত্তেজিত। তারা বলেই যাচ্ছেন, দ্য গ্রেটেস্ট এভার টি-টোয়েন্টি চেজ। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র কিছুদিন আগেই কেকেআরের করা ২২৩ রান তাড়া করে রাজস্থান রয়্যালস তাড়া করে জিতেছিল। এই ম্যাচেই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল রাজস্থান।

এবার সেই কেকেআরের বিপক্ষেই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো পাঞ্জাব কিংস। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে ফিল সল্ট আর সুনিল নারিনের ব্যাটে ভর করে ২৬১ রানের বিশাল এক স্কোর গড়ে তোলে কেকেআর।

জবাব দিতে নেমে ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। ইংলিশ ওপেনার জনি বেয়ারেস্ট ৪৮ বলে খেলেন ১০৮ রানের অপরাজিত এক ইনিংস। এছাড়া প্রাবসিরাম সিং এবং শশাঙ্ক সিংও ঝোড়ো ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন।

২৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন পাঞ্জাব কিংসের ব্যাটাররা। দুই ওপেনার প্রাবসিরাম সিং এবং জনি বেয়ারেস্ট মিলে গড়ে তোলেন ৬ ওভারে ৯৩ রানের জুটি। ২০ বলে ৫ ছক্কা এবং ৪ বাউন্ডারিতে ৫৪ রান করে আউট হন প্রাবসিরাম সিং। মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি।

এরপর রাইলি রুশোকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন বেয়ারেস্ট। রুশো ১৬ বলে ২৬ রান করে আউট হন। এরপর শশাঙ্ক সিংকে নিয়ে আরও ৮৪ রানের জুটি গড়ে তোলেন বেয়ারেস্ট। ২৩ বলে হাফ সেঞ্চুপির পূরণ করেন শশাঙ্ক সিং। ২৮ বলে ২ বাউন্ডারি এবং ৮ ছক্কায় অপরাজিত ছিলেন ৬৮ রানে। জনি বেয়ারেস্টও ২৩ বলে হাফ সেঞ্চুরি এবং ৪৫ বলে সেঞ্চুরি পূরণ করেন। শেষ পর্যন্ত ৪৮ বলে ৮ বাউন্ডারি এবং ৯ ছক্কায় ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com