মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত শুরু হলো ডিএমপির ‘রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪’ ইরানি প্রেসিডেন্টের প্রথম জানাজাতেই মানুষের ঢল ঢাকায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ৮ বিভাগেই বৃষ্টি হতে পারে বহদ্দারহাটে হচ্ছে চট্টগ্রামের প্রথম আন্ডারপাস চট্টগ্রামে স্ত্রীসহ কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুই মামলা দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সহকারী নিহত গণসংহতির বিক্ষোভ ঘিরে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তা জোরদার সৌদি পৌঁছেছেন ৩২,৭১৯ জন হজযাত্রী দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭-৮ শতাংশ : ইসি অতিরিক্ত সচিব

স্বাধীন দেশে অবৈধ অস্ত্রধারী সংগঠন থাকবে না: র‍্যাব মহাপরিচালক

বান্দরবান প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

স্বাধীন দেশে অবৈধ অস্ত্রধারী সংগঠন থাকবে না। যতদিন শান্তির পথে আসবে না, ততদিন যৌথ অভিযান চলমান থাকবে। বুধবার(১৭ এপ্রিল) বান্দরবান সার্কিট হাউসে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন একথা বলেন।

এর আগে, গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।  

র‍্যাবের মহাপরিচালক বলেন, স্বাধীন দেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অবৈধ সংগঠন থাকুক এটা আমরা চাই না। রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে রুমা ও থানচিতে যারা ঘটনা ঘটিয়েছেন তারা ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করলে আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো। 

তিনি আরও বলেন, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) যদি চায় তাহলে জেলা প্রশাসক, শান্তি প্রতিষ্ঠা কমিটি, ও আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো মাধ্যমে আলোচনা করে শান্তির পথে আসতে পারবে। তারা যে মাধ্যমে শান্তির পথে ফিরতে চায়, আমরা সব ধরনের সুযোগ রেখেছি। যতদিন শান্তির পথে আসবে না, ততদিন যৌথ অভিযান চলমান থাকবে। 

সংবাদ সম্মেলনে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান শাখা ডিজিএফআই কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদ, বান্দরবান বিজিবি সদর সেক্টরের কর্নেল সোহেল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত , গত ২ ও ৩ এপ্রিল রুমার সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা করে দুর্বৃত্তরা। টাকা নিতে না পেরে ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ ও  পাহারায় থাকায় পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় তারা। ওই ঘটনার ১৫ ঘণ্টার পর থানচি সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি করে টাকা লুট করে দুর্বৃত্তরা। অপহরণের দুইদিন পরে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে রুমা থেকে উদ্ধার করে র‍্যাব।

ওই ঘটনার পরে দুর্বৃত্তদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারে যৌথ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী। এখন পর্যন্ত যৌথ অভিযানে ১৮জন নারীসহ ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থানচি ও রুমার সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি এবং অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com