শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

আমরা চাপ দিলে নড়তে পারবেন না : বুয়েট প্রশাসনকে শয়ন

ঢাবি প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি ও শিক্ষা বিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে প্রতিবাদ সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। একইসঙ্গে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির দাবিও জানিয়েছে ছাত্র সংগঠনটি।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন বলেছেন, হিজবুত তাহরির বুয়েট শিক্ষার্থীদের মেইলে তাদের কার্যক্রমে অংশ নিতে বলে। বুয়েটে তারা চিকা মারে, কিউআর কোড ছাপায়, যেখানে স্ক্যান করলে তাদের সংগঠনের তথ্য জানা যায়। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতাকর্মীরা প্রোগ্রামে অংশ নেওয়ায় কোনো তদন্ত ছাড়াই সিট বাতিল করে।

আমরা প্রশাসনের কাছে জানতে চাই, আপনাদের কী চাপ দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত নেওয়ায়? ছাত্রলীগের নেতাকর্মীরা যদি আপনাদের চাপ দেয় আপনারা পালানোর জায়গা পাবেন না, আপনারা নড়তে পারবেন না।

রোববার (৩১ মার্চ) বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে এবং বুয়েট গৃহীত অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি শিক্ষা বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

শয়ন বলেন, আপনাদের ক্যাম্পাস কী বাংলাদেশের বাইরে? তাহলে কেন সেখানে শোকসভা করা যাবে না? কেন স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠানে কেউ অংশ নিতে পারবে না? অথচ দেশবিরোধী অপশক্তি আপনার ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশের বুকে মৌলবাদের কোনো ঠাঁই হবে না। আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে দেশের কোথাও দেশবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের দেখা হবে রাজপথে, সংগ্রামে। যুগে যুগে আমরা লড়াই সংগ্রামে জয়লাভ করেছি, আজকের লড়াইয়েও আমাদের জয়ী হতে হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন- ছাত্রলীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবিনা, কেন্দ্রীয় সহ সভাপতি বুয়েটের শিক্ষার্থী আবু সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক সজল কুন্ডু, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, ঢাকা মহানগর উত্তর সভাপতি রিয়াজ মাহমুদ, ঢাবি সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ অনেকে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com