মুক্তিযুদ্ধের প্রাপ্তি থেকে জনগণ এখনো অনেক দূরে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহসভাপতি তানিয়া রব।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জেএসডি সহসভাপতি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের স্বপ্ন কী আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছি? পারিনি। কেন পারিনি, সেটা বড় দুঃখ রয়ে গেল। কিন্তু শাসক দলের ধারণা, তারা সবটাই করছে।’
‘স্বাধীনতার ৫৪ বছর পরে যদি ৫০ বছর বয়সী মুক্তিযোদ্ধা পাই, তাহলে এই ক্ষেত্রে যে গাফিলতি, স্বেচ্ছাচারী মনোভাব রয়েছে বোঝা যায়। আর প্রাপ্তি থেকে জনসাধারণ এখনো অনেক দূরে রয়েছে।’ – যোগ করেন তিনি।
তানিয়া রব আরও বলেন, ‘আমার কাছে মনে হয় যে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য শহীদরা, মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন। সেটা এখনো অর্জন হয়নি।’
বাংলা৭১নিউজ/এসএইচ