বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

বাংলা একাডেমিতে চলছে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ বিষয়ক বই প্রদর্শন

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

বাংলা একাডেমিতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ বিষয়ক বই প্রদর্শন ও বিক্রি। রোববার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষ্যে একাডেমি প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। যা চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত (ছুটির দিন ব্যতীত)।

একইসঙ্গে এই দিবসকে ঘিরে দিনভর পালন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে ধানমন্ডির ৩২ নং সড়কে ও একাডেমিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এরপর অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

এতে সূচনা বক্তব্য দেন বাংলা একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন। তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন সবার হৃদয়ে। টুঙ্গিপাড়ার খোকা একসময় সারা বাংলাদেশের নয়নের মণিতে পরিণত হন এবং হাজার বছরের ইতিহাসে বাঙালিকে একটি স্বাধীন জাতিরাষ্ট্র উপহার দেন।

বঙ্গবন্ধু বিষয়ক একক বক্তৃতা দেন গবেষক, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন আহমেদ। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশ একদিনের ফসল নয়। ধাপে ধাপে নানান সংগ্রামী পরিক্রমা অতিক্রম করে আজকের এই বাংলাদেশ। বাংলাদেশ প্রতিষ্ঠার বীজবিন্দুতে আছে ভাষা আন্দোলন ও বাংলা একাডেমি। বাংলা একাডেমি সেই মহান প্রতিষ্ঠান যেখান থেকে বঙ্গবন্ধুর প্রথম পূর্ণাঙ্গ জীবনী প্রকাশিত হয়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু তার ঐতিহাসিক নেতৃত্বের পটভূমি হিসেবে পেয়েছেন এদেশের ইতিহাসের বিভিন্ন পর্বের লড়াকু নেতা ও জনতাকে; যারা তাকে সাহস দিয়েছে, স্বপ্ন দিয়েছে এবং ধীরে ধীরে বিশ্বমানচিত্রে ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার প্রণোদনা জুগিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। সব বাঙালি বিশেষ করে বাংলার শিশুকিশোরেরা ছিল তার অতি প্রিয়জন। কারণ তাদের ভেতরেই তিনি মুদ্রিত দেখতেন আগামীর বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যেমন স্বাধীনতা অর্জন করেছে, তেমনি তারই আদর্শে আমরা এগিয়ে চলেছি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার রূপকল্পে।

পরে কবি মুহম্মদ নূরুল হুদার রচনা ও মীর বরকতের নির্দেশনায় পরিবেশিত হয় ‘উদ্ভাসন আবৃত্তি সংগঠন’ এর আবৃত্তি প্রযোজনা স্বাধীন জাতির স্বাধীন পিতা। এছাড়া বঙ্গবন্ধুর স্মরণে করা বিশেষ দোয়া ও মোনাজাত।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com