বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ঢাকার বাইরের ২৮টি কেন্দ্রে ভোট দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। ভোট চলবে দুপুর ১টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩-এর ৪৬ (১৪) ধারা অনুযায়ী ভোটার আইডি কার্ড দেখিয়ে ভোটাররা ভোট দিতে পারবেন। ভোটদানপত্র গ্রহণ করার সময় ভোটার কার্ড পুলিং অফিসারের কাছে অর্পণ করতে হবে। চার ধাপে ভোট গ্রহণ শেষে ২৫ জন প্রতিনিধি নির্বাচন করা হবে। আগামী ১৩ ও ১৬ই জানুয়ারি ঢাকার বাইরের আরও কিছু কেন্দ্রে এবং ২০শে জানুয়ারি ঢাকায় ভোটগ্রহণ হবে।
এরপর ২১শে জানুয়ারি সব কেন্দ্রের ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। আজ যেসব কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে সেগুলো হলো- সোহরাওয়ার্দী কলেজ, বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, ঝালকাঠি সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, বাউফল সরকারি কলেজ, ভোলা সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম কলেজ, কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ,নোয়াখালীর চৌমুহনীতে সরকারি এস এ কলেজ, সিলেটে এম সি কলেজ, খুলনায় আযম খান সরকারি কমার্স কলেজ, সাতক্ষীরায় সরকারি মহিলা কলেজ, যশোরে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, নড়াইলে সরকারি ভিক্টোরিয়া কলেজ, ঝিনাইদহে সরকারি কে সি কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ, রংপুরে সরকারি কারমাইকেল কলেজ ও পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজ,শেরপুর সরকারি কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, শরীয়তপুর সরকারি কলেজ, গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু কলেজ, বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ।
বাংলা৭১নিউজ/জেএস