বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইউনূস-ট্রুডো বৈঠক বাংলাদেশ-কানাডা সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূসের যোগদান জানুয়ারির শুরুতেই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা আন্দোলনে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ করলো সরকার সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৩৫৬৬৪ টাকা ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০১ সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী মারা গেছেন শ্রমিকদের দাবি মেনে নিলো মালিকপক্ষ, বুধবার থেকে খোলা সব গার্মেন্টস স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক এগিয়ে নিতে একমত বাংলাদেশ-ভারত অন্তর্বর্তী সরকারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের আশ্বাস বাইডেনের দুদকের জালে সাবেক দুই এমপি ইকবাল ও জহির ঢাকায় একদিনে ৭৭৬ মামলা, জরিমানা ৩৫ লাখ টাকা বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের আহ্বান শিল্প উপদেষ্টার গ্রামীণফোনের শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তী লভ্যাংশ প্রেরণ দুই মামলায় খালাস পেলেন জামায়াতের সেক্রেটারিসহ ৪৯ জন আনোয়ারায় হাতির আক্রমণে নারীসহ নিহত ২ ইসলামিক ফাউন্ডেশনে নতুন ডিজি’র যোগদান সচেতন হলে ডেঙ্গু সংক্রমণ হ্রাস পাবে: হাসান আরিফ টাঙ্গাইলে টয়লেটের কুয়ায় মিলল বৃদ্ধের মরদেহ, ছেলে আটক ৮ মাসে ধর্ষণের শিকার ২২৪ কন্যাশিশু

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৯

নরসিংদী প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় উভয়পক্ষের ২০টি বাড়ি ভাঙচুর ও তিনটি গরু লুটের ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরাঞ্চল অলোকবালী এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, অলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সমর্থক মো. মনিরুজ্জান, বজলু মিয়া, শীতল মিয়া, আল-মাফুজ, আবদুর রকমান ও খোকা মিয়া; ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহর সমর্থক বাচ্চু মোল্লার ছেলে রমজান (২৫), আজিজ মোল্লার ছেলে মোজাম্মেল (১৮) ও মকবুল মোল্লার ছেলে আরিফুল (১৯)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহর বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে উভয় গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়।

এতে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার ভোরে পাশের গ্রামের অর্ধশতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামে আসে। এসময় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দীপুর সমর্থকরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ৯জন গুলিবিদ্ধসহ অন্তত ২০জন আহত হয়েছেন।

তবে হামলার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আলোকবালী ইউনিয়ন আওয়াম লীগ সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু।

অ্যাডভোকেট আসাদ উল্লাহ বলেন, ভোর ৫টার দিকে চেয়ারম্যান সমর্থকরা অস্ত্র-শস্ত্র নিয়ে আমার বাড়িসহ সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় আমাদের ২৫-২০টি বাড়ি ভাঙচুর করে।

অভিযোগ অস্বীকার করে আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু বলেন, নির্বাচন ও হামলা মামলায় বেশকিছু লোক গ্রাম ছাড়া। তারা আজ ভোরে অস্ত্রধারীদের নিয়ে গ্রামে আসে। তারা নির্বিচারে আমার সমর্থকদের ওপর গুলি চালায়। তাদের হামলায় আমাদের ছয়জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. মাহামুদুল বাশার কমল জানিয়েছেন, ছিটা গুলিবিদ্ধ হয়ে ছয়জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এতের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে গুলিবিদ্ধ হওয়ার কোনো খবর পাইনি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com