বাংলা৭১নিউজ ডেস্ক: ১০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন, তাও এক সিনেমায় অভিনয়ে। কেন তিনি এত অর্থ দাবি করছেন?
মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাৎকারে প্রযোজক প্রিনানা অরোরা বলেন, ১৯৬৭ সালের ক্লাসিক চলচ্চিত্র ‘রাত অর দিন’-এর রিমেকে তিনি প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করবেন।
তিনি আরও বলেন, দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য বাড়তি প্রস্তুতি ও খাটুনির দরকার।
‘রাত আর দিন’ চলচ্চিত্রটির রিমেক করবে প্রিনানা অরোরা ও অর্জুন এন কাপুরের মালিকানাধীন ক্রিআঞ্জ এন্টারটেইনমেন্টস।
এদিকে মিডডের প্রতিবেদনে বলা হয়, নির্মাতারা দ্বৈত ভূমিকায় বিষয়টি মাথায় রেখে ঐশ্বরিয়ার দাবিতে সম্মত হয়েছেন।
সাতিন বোস পরিচালিত ‘রাত অর দিন’ সিনেমাটি মুক্তি পায় ১৯৬৭ সালে। বক্স অফিসে তুমুল আলোড়ন তোলা এ সিনেমার প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে ওই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি নিজের ঝুলিতে রেখেছিলেন লাখো তরুণের হৃদয়হরণকারী অভিনেত্রী নার্গিস দত্ত।
ঐশ্বরিয়া কি পারবেন, নার্গিত দত্তের মতো অনবদ্য অভিনয়ে বক্স অফিস কাঁপিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর পদকটি নিতে?
বাংলা৭১নিউজ/সিএইস