সোমবার, ১৭ জুন ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতা: নেপালের বিপক্ষে নড়বড়ে পুঁজি টাইগারদের ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির কোরবানির গরু ছিটকে নদীতে, আনতে গিয়ে ডুবে প্রাণ গেলো কৃষকের সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’

আমেরিকায় তুষারঝড়ে নিহত ১৭ জরুরি অবস্থা ঘোষণা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮
  • ৯৫ বার পড়া হয়েছে
ছবি সংগৃহিত

বাংলা৭১নিউজ ডেস্ক: কয়েক দশকের অভূতপূর্ব ঠান্ডায় ইতিমধ্যেই পুরু বরফের চাদরে ঢেকেছে আমেরিকার একাংশ। তুষারঝড়ে মারা গেছে ১৭ জন। এমন পরিস্থিতিতে সেই খানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এর মধ্যেই দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। তার জেরে সমুদ্রে জলোচ্ছ্বাস, বন্যায় দুর্গতি বাড়বে।
গত কয়েকদিন ধরেই প্রচণ্ড ঠান্ডার কবলে আমেরিকার বিস্তীর্ণ অংশ।  মেরু এলাকার শীতল বাতাস আমেরিকার উত্তরাংশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামিয়ে দিয়েছে।  বিভিন্ন স্থানে চলছে তুষারপাত।  তাপমাত্রার অধোগতি বজায় থাকবে চলতি সন্তাহে, এই পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল।  এর সঙ্গে যুক্ত হয়েছে ঘূর্ণিঝড়ের আতঙ্ক।  এই ঝড়ের নাম দেওয়া হয়েছে ‘বম্ব সাইক্লোন’।  সাউথ ক্যারোলিনা থেকে মেইন, এই ১৩টি রাজ্যে ঘূর্ণিঝড়ের দাপট হতে পারে বেশি।  এর আঁচ টের পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার থেকে।  জোরালো হাওয়া বইছে, সঙ্গে হচ্ছে তুষারপাত।  আবহাওয়া অফিস বলছে, ৩-৬ ইঞ্চি বরফ পড়তে পারে ফিলাডেলফিয়ায়, ৪-৮ ইঞ্চি নিউ ইয়র্কে।  সবচেয়ে খারাপ অবস্থা হতে পারে বস্টনে, সেখানে এক ফুটের উপরে বরফপাতের সম্ভাবনা।
রাজ্যে রাজ্যে ঝড়ের আগে সতর্কতা জারি করা হয়েছে। কানেটিকাটের গভর্নর ড্যান মালোয় জানিয়েছেন, ছয় ইঞ্চি বরফ জমতে পারে।  ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে রাজ্যে।  তিনি বলেছেন, যতটা সম্ভব বাড়িতে থাকতে হবে।  বিশেষ করে মোটরবাইক নিয়ে রাস্তায় বেরোলে বিপদ। ভার্জিনিয়ার গভর্নর টেরি ম্যাকঅলিফ রাজ্যে জরুরি অবস্থা জারি করে দিয়েছেন। পূর্ব ভার্জিনিয়ায় একফুটের মতো বরফ জমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  বিভিন্ন রাজ্যে প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।
ইতিমধ্যে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকার রাজ্যে রাজ্যে।  নিউ ইয়র্ক, বস্টন, শিকাগো, মিনিয়াপোলিসসহ বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ ও অফিস বন্ধ করে দিতে হয়েছে।  যানবাহনের পরিষেবা বিঘিœত হচ্ছে।  শুধু বৃহস্পতিবার ২৭০০ বিমান বাতিল করা হয়েছে।  বোস্টন থেকে সব বিমানের ফ্লাইট বাতিল, নিউ ইয়র্ক থেকে ৯০ শতাংশ ফ্লাইট বাতিল করতে হয়েছে প্রতিকূল আবহাওয়ার জন্য।  চলতি সপ্তাহে প্রবল শীতে আমেরিকায় ১৭ জনের মৃত্যু হয়েছে।  বিদ্যুতের জোগানে ঘাটতি পড়েছে।  ভার্জিনিয়া , নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডায় হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ নেই।
আবহাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, ১৯৮৯ সালে শেষবার মাপার মতো বরফ পড়েছিল এই এলাকায়। দক্ষিণ-পূর্ব আমেরিকার বিভিন্ন অঞ্চলে বরফপাতের অভিজ্ঞতা প্রথম বার। বিচিত্র প্রকৃতিমঙ্গলবার আমেরিকার মূল ভূখণ্ডে তাপমাত্রা আলাস্কার থেকে কম ছিল।  ফ্লোরিডার জ্যাকসনভিলের তুলনায় আলাস্কার অ্যাংকরেজের তাপমাত্রা ছিল বেশি। সাধারণ ভাবে ফ্লোরিডার তাপমাত্রা আমেরিকার উত্তরাংশের তুলনায় বেশি থাকে। সে জন্য এখানে পর্যটকরা ভিড় করেন।  কিন্ত্ত, মঙ্গলবার অ্যাংকরেজের তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।  অন্যদিকে ফ্লোরিডায় হয়েছে তুষারপাত!
আবহাওয়াবিদরা বলছেন, ঠান্ডা এবং গরম, দুই ধরনের বাতাস মুখোমুখি হলে বায়ুচাপ দ্রুত কমতে থাকে।  বাতাস ঘুরতে শুরু করে।  উত্তর গোলার্ধে যা ঘোরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে।  ঠিক ঘূর্ণিঝড়ের মতোই।  শর্ত হল, ২৪ ঘণ্টার মধ্যে বায়ুচাপ একলন্তে ২৪ মিলিবার কমতে হবে।  বুধ-বৃহস্পতিবার মার্কিন মুলুকে ঠিক তাই হয়েছে।  বায়ুচাপ হঠাৎ এতটা কমে যাওয়ায় অর্থাৎ নিম্নচাপ তৈরি হওয়ায় ঠান্ডা বাতাস প্রবল গতিতে পূর্ব এবং দক্ষিণ উপকূলের দিকে ছুটে আসতে শুরু করেছে।  বরফ পড়ছে সমানে।  চলছে তুষারঝড়ও।  আপাতত দিন দুয়েক এমনই চলবে। সূত্র : অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com