আসন্ন রমজান মাসে ব্যাংক লেনদেন সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।
মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকে বিকেল ৫টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, আসন্ন রোজায় সরকারি-বেসরকারি ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থকে বিকেল ৪টা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থকে দুপুর আড়াইটা পর্যন্ত।
এর মধ্যে নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট। অর্থাৎ দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এ বিরতিতেও স্বাভাবিক সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/এসএইচ