শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলন ঠেকাতে ১৭ দিন ধরে বন্ধ ঢাকা সিটি কলেজ অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম আজ সেই ভয়াল ১৫ নভেম্বর দেশেই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস চান ভিসাপ্রত্যাশীরা মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা সাফা থেকে ৩ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ইসলামী ব্যাংক একদফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ সাদ অনুসারীদের চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২ ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস প্যারাগুয়ের কাছে হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বরিশালের সাবেক এমপি টিপু কেরানীগঞ্জে গ্রেপ্তার মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব, প্রশ্ন মোস্তফা সরয়ার ফারুকীর বর্তমান সরকার শহীদ ও আহতদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারবে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা থাকবে ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র এএমসিএলসহ ৪৬ প্রতিষ্ঠান পেলো আইসিএমএবি পুরস্কার চট্টগ্রামের উন্নয়নে ৩ খাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন ডা. শাহাদাত তিনদিনের মধ্যে এনআইডির ক্যাটাগরি করতে ইসির নির্দেশ

বছরে বিদ্যুতের চাহিদা বাড়ছে ৩ হাজার মেগাওয়াট: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮
  • ৯৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা:  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘প্রাথমিকভাবে বিদ্যুতের চাহিদা ১ হাজার ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিবেচনা করা হলেও বাস্তবে বছরে প্রায় তিন হাজার মেগাওয়াট করে চাহিদা বাড়ছে।

বাড়তি এই চাহিদা পূরণ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজের গতিও বাড়িয়ে দিতে হচ্ছে।’ আজ বৃহস্পতিবার  বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

চাঁদপুরে ২০০ মেগাওয়াট ক্ষমতার তেলভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে দেশ এনার্জি চাঁদপুর পাওয়ার কোম্পানি। এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে দেশ এনার্জির সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চুক্তিস্বাক্ষর করে।

বিদ্যুৎ ক্রয় চুক্তিতে সই করেন পিডিবির সচিব মিনা মাসুদউজ্জামান ও দেশ এনার্জি চাঁদপুর পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, কেন্দ্রটি থেকে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ১০ দশমিক ৬৫ সেন্ট, যা দেশীয় মুদ্রায় দাঁড়াবে ৮ দশমিক ৩৭৭২ টাকা। আগামী ৯ মাসের মধ্যে কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে। ২০১৮ সালের ৯ মে এই কেন্দ্র থেকে ফার্নেস তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী ১৫ বছর এখান থেকে বিদ্যুৎ কিনবে পিডিবি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ভাষ্য, ‘দেশে বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা পূরণে দেশীয় প্রতিষ্ঠানগুলোর আরও অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করায় সরকারি খাতেরও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া এখন সময়ের ব্যাপার।’

নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেন বিদ্যুৎ সচিব। তার কথায়, ‘বিদ্যুৎকেন্দ্র স্থাপনে এক অনন্য উদাহরণ তৈরি করেছে দেশ এনার্জি। বিদ্যুৎ ক্রয় চুক্তির আগেই কেন্দ্রটি স্থাপনের ৫০ শতাংশ কাজ শেষ করে ফেলেছে তারা। যা অন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি উদাহরণ হতে পারে।’

পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালিদ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের জন্য বিদ্যুতের গুরুত্ব অপরিসীম। এই বিদ্যুৎ উৎপাদনে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

বাংলা৭১নিউজ/বিএইচ

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com