বাংলা৭১নিউজ, ঢাকা: ২০১৪ সালের ‘একদলীয়’ নির্বাচনের বর্ষপূর্তিতে ৫ জানুয়ারির ‘সমাবেশের বিষয়ে কথা বলতে’ বিএনপিকে ডেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে ফোন করে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ডেকেছে আমাদের। বিকাল ৩টায় যেতে বলেছে। সমাবেশের অনুমতি দেবে কিনা তা কথা বলার পর জানা যাবে।’
শায়রুল কবির বলেন, ‘আমাদের দলের প্রতিনিধি হিসেবে যাবেন ২ চেয়ারপারসনের উপদেষ্টা, ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী।’
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় এক আলোচনাসভা থেকে সোহরাওয়ার্দীতে সমাবেশের কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পাবেন বলে বৃহস্পতিবার আশা প্রকাশ করেছেন রিজভী।
বাংলা৭১নিউজ/জেএস