রংপুর রাইডার্স অফিসিয়ালি বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে। সেই দৌড়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। ৯ ম্যাচে তাদের জয় ৭টি। শিরোপাধারীরা এবারও শিরোপা পথে ছুটছে। আজ তাদের সামনে প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল মাঠে নামছে দুপুর দেড়টায়। এরই মধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট।
এই ম্যাচে দেখা যাচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেটারদের মিলনমেলা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। সিলেট উড়িয়ে এনেছে কেনার লুইসকে। তিনজন প্রথমবার আজ মাঠে নামছেন। কুমিল্লার হয়ে আগেও খেলেছেন জনসন চার্লস।
এর আগে দুই দল একবার মুখোমুখি হয়েছিল। সিলেটে মুখোমুখি লড়াইয়ের সেই ম্যাচে সিলেটকে উড়িয়ে দিয়েছিল কুমিল্লা। লো স্কোরিং সেই ম্যাচে কুমিল্লা ১৩০ রানের বেশি করতে পারেনি। জবাবে সিলেট থেমে যায় ৭৮ রানে। প্রসঙ্গত, এই ম্যাচে কুমিল্লা চার বিদেশি নিয়ে মাঠে নামলেও সিলেট খেলাচ্ছে তিনজন।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সামিট পাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, মুশফিক হাসান, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জনসন চার্লস ও আলিস আল ইসলাম।
বাংলা৭১নিউজ/এসএইচ