শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

খুলনাকে হারাল সিলেট

সিলেট প্র্রতিনিধি
  • আপলোড সময় শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮ বার পড়া হয়েছে

খুলনা টাইগার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে এই জয় পেয়েছে সিলেট। আসরে এটা তাদের তৃতীয় জয়। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে ১৫৩ রান করে খুলনা। জবাবে এক ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট (১৫৯/৫)।

ব্যাটিংয়ে নামা খুলনার শুরুটা ভালো হয়নি। দলীয় ১৯ রানে এভিন লুইসকে হারায় তারা। এরপর এনামুল হক বিজয়ের সাথে জুটি বাঁধেন আফিফ হোসেন। পাওয়ার প্লে শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪৬ রান। দ্বিতীয় উইকেটে ৩২ রানের জুটি বিচ্ছিন্ন হয় আফিফ (২৪) বিদায় নিলে। এক রানে ফেরেন মাহমুদুল হাসান জয়। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা।

সেখান থেকে হাবিবুর রহমান সোহানকে নিয়ে দলকে এগিয়ে নেন বিজয়। সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ ওভার ১০২ রান সংগ্রহ করে খুলনা। শেষ ৩ ওভারে ৫১ রান নিয়ে ম্যাচের দৃশ্যপট বদলে দেন বিজয় ও সোহান। খুলনার পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন বিজয়। সোহানের ব্যাট থেকে আসে ৪৩ রান।

চ্যালেঞ্জিং লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানে সামিত প্যাটেলের উইকেট হারায় সিলেট। দ্বিতীয়ে উইকেটে হ্যারি টেক্টরের সঙ্গে জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত। দুজনের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সিলেট। কিন্তু দলীয় নবম ওভারে মার্ক দেয়ালের জোড়া আঘাতে চাপে পড়ে সিলেট। লড়াইয়ে ফেরে খুলনা। তবে চতুর্থ উইকেটে দলকে পথ দেখান টেক্টর ও মোহাম্মদ মিঠুন। ৪২ রানের জুটি গড়ে সিলেটকে ম্যাচে রাখেন দুজন।

সেখান থেকে ২৪ রানে মিঠুন আউট হলেও খুব একটা সমস্যা হয়নি সিলেটের। ২৪ বলে সিলেটের প্রয়োজন দাঁড়ায় ৩২ রানের। সেই সমীকরণ মিলিয়ে দেন টেক্টর ও রায়ান বার্ল। টেক্টর ৬১ রানে আউট হন। তবে ম্যাচটা শেষ করে আসেন বার্ল। ১৬ বলে ৩২ রান করেন তিনি। খুলনার হয়ে তিন উইকেট নেন মার্ক দেয়াল। এই জয়ে নয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকল সিলেট। আর সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে চারে আছে খুলনা।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইগার্স: ১৫৩/৪ (২০ ওভার)

সিলেট স্ট্রাইকার্স: ১৫৯/৫ (১৯ ওভার)

ফল: সিলেট ৫ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: হ্যারি টেক্টর (সিলেট স্ট্রাইকার্স)।

 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com