খুলনা টাইগার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে এই জয় পেয়েছে সিলেট। আসরে এটা তাদের তৃতীয় জয়। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে ১৫৩ রান করে খুলনা। জবাবে এক ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট (১৫৯/৫)।
সেখান থেকে হাবিবুর রহমান সোহানকে নিয়ে দলকে এগিয়ে নেন বিজয়। সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ ওভার ১০২ রান সংগ্রহ করে খুলনা। শেষ ৩ ওভারে ৫১ রান নিয়ে ম্যাচের দৃশ্যপট বদলে দেন বিজয় ও সোহান। খুলনার পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন বিজয়। সোহানের ব্যাট থেকে আসে ৪৩ রান।
চ্যালেঞ্জিং লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানে সামিত প্যাটেলের উইকেট হারায় সিলেট। দ্বিতীয়ে উইকেটে হ্যারি টেক্টরের সঙ্গে জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত। দুজনের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সিলেট। কিন্তু দলীয় নবম ওভারে মার্ক দেয়ালের জোড়া আঘাতে চাপে পড়ে সিলেট। লড়াইয়ে ফেরে খুলনা। তবে চতুর্থ উইকেটে দলকে পথ দেখান টেক্টর ও মোহাম্মদ মিঠুন। ৪২ রানের জুটি গড়ে সিলেটকে ম্যাচে রাখেন দুজন।
সেখান থেকে ২৪ রানে মিঠুন আউট হলেও খুব একটা সমস্যা হয়নি সিলেটের। ২৪ বলে সিলেটের প্রয়োজন দাঁড়ায় ৩২ রানের। সেই সমীকরণ মিলিয়ে দেন টেক্টর ও রায়ান বার্ল। টেক্টর ৬১ রানে আউট হন। তবে ম্যাচটা শেষ করে আসেন বার্ল। ১৬ বলে ৩২ রান করেন তিনি। খুলনার হয়ে তিন উইকেট নেন মার্ক দেয়াল। এই জয়ে নয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকল সিলেট। আর সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে চারে আছে খুলনা।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স: ১৫৩/৪ (২০ ওভার)
সিলেট স্ট্রাইকার্স: ১৫৯/৫ (১৯ ওভার)
ফল: সিলেট ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: হ্যারি টেক্টর (সিলেট স্ট্রাইকার্স)।
বাংলা৭১নিউজ/এসএইচ