এখন টাঙ্গাইল শাড়ির GI (Geographical Indication) বা ভৌগোলিক নির্দেশক নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক চলছে। এই সময়ে টাঙ্গাইল শাড়ি পরা একাধিক ছবি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। ফেব্রুয়ারির ৪ তারিখে তিনি এই পোস্ট শেয়ার করেন দুপুর বারোটা আটচল্লিশ মিনিটে।
দীপু মনি লিখেছেন, আমার টাঙ্গাইল শাড়ি। বাংলাদেশের টাঙ্গাইলের ঐতিহ্য।
ছবিগুলোতে দীপু মনি বরাবরের মতোই স্নিগ্ধ। ঠোঁটের কোনায় লেগে আছে এক চিলতে হাসি। ফুলহাতা ব্লাউজের সঙ্গে পরেছেন নানা রঙের টাঙ্গাইল শাড়ি। এক হাতে ঘড়ি আর অন্য হাতে চুড়ি।
ডা. দীপু মনির এই পোস্টের নিচে কমেন্ট বক্সে অনেকে অনেক রকম মন্তব্যও করেছেন। তার কয়েকটি মন্তব্য তুলে ধরা হলো।
তামান্না নুসরাত বুবলী নামের একজন কমেন্ট করেছেন, নিজ দেশের ঐতিহ্য এ ধরে রাখার মত আনন্দ আর কিছু হতে পারে না, স্ব-স্ব অবস্থান থেকে নিজস্ব স্বকীয়তায় নিজ দেশের ঐতিহ্যকে ধারণ করা মানে দেশের মাটি কে ভালোবাসার বহিঃপ্রকাশ। বরাবরের মতো আবারো মতামত প্রকাশ করছি। সত্যিই আপনি অনন্য দেশপ্রেমিক।
রিয়াজ উদ্দিন রাজ নামের একজন কমেন্ট বক্সে লিখেছেন, আপনার কোন তুলনা নাই। আপনি সব সময় ই দেশের ঐতিহ্য ধরে রাখেন।
রেজানুর রহমান রিজু নামের একজন মন্তব্য করেছেন, টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব ফিরিয়ে আনার জোর দাবি জানাই।
খাইরুল ইসলাম নামের একজন লিখেছেন, আপনি সাহস করলেন! এমন শক্ত মেরুদণ্ডই দরকার।
নাজমুল হক নামের একজন লিখেছেন, আমাদের টাঙ্গাইল শাড়ি আমাদের গর্ব।
বাংলা৭১নিউজ/এসএম