গুলশানে পরিত্যক্ত প্লট দখলের অভিযোগে রাজউকের সাবেক পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সংস্থাটির উপপরিচালক মো. ইয়াছির আরাফাত বাদী হয়ে সজেকা ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
দক সূত্রে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জানা গেছে এ তথ্য।
মামলায় আসামিদের বিরুদ্ধে ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ