বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান আবু সাঈদ হত্যা মামলায় ১৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দুবাই সফরে গেছেন আসিফ মাহমুদ ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন ৪৬তম শিরোপা জিতে যা বললেন মেসি ডিসি নিয়োগে ঘুস লেনদেন নিয়ে খবরকে ‘ভুয়া’ বললেন জনপ্রশাসন সচিব বেনাপোল দিয়ে ২৭৬ টন ইলিশ রপ্তানি ভারতে লেবাননে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬ পত্নীতলা উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার স্ত্রীসহ সাবেক এমপি দুর্জয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা যাত্রীবাহী বাসে তল্লাশি, ১০ কোটি টাকার এলএসডি জব্দ ঢাকা থেকে উপকূলের ৬ রুটে নৌযান চলাচল বন্ধ এবার শামীম ওসমানের দেখা মিলল আমিরাতের শপিং সেন্টারে আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি: ফারুকী ফেঞ্চুগঞ্জ সেতুতে টোল আদায় ফের শুরু হচ্ছে আজ জাতিসংঘে ড. ইউনূসের সফল সফর, চিন্তায় নয়াদিল্লি ড্রোন হামলা, আগুন ছড়িয়ে পড়ল তেলআবিবে আরেক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী গ্রেফতার লেবাননে ইসরায়েলি হামলায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত যশোরে পুলিশের অভিযান, আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী গ্রেপ্তার

অলিম্পিক বাছাইয়ে হারলো ব্রাজিল, জিততে পারেনি আর্জেন্টিনাও

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

বিশ্বকাপে তেমন ছন্দে না থাকলেও অলিম্পিকে দারুণ পারফর্ম করছে ব্রাজিল। শেষ দুই আসরেই স্বর্ণপদক জিতেছে ব্রাজিলিয়ানরা। এবার তাদের সামনে হ্যাটট্রিক আছে করার সুযোগ। তবে হ্যাটট্রিক তো পরের বিষয়, এবারের অলিম্পিকের মূল আসরে তারা খেলতে পারবে কিনা, সেটি নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।

অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বের খেলায় প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। ফলে তারা অলিম্পিকের চূড়ান্ত পর্বে খেলতে পারবে কিনা, তা অনিশ্চিত হয়ে পড়েছে।

খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল হজম করে ব্রাজিল। সেই গোল শোধ করার প্রাণপণ চেষ্টা করেন ব্রাজিলের তরুণ এনড্রিক। শেষ পর্যন্ত আর পারেননি তিনি। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছড়েন ব্রাজিলিয়ান তরুণরা।

এই পর্বে অংশগ্রহণ করছে চার দল- ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ভেনিজুয়েলা। এর মধ্যে রাউন্ড রবিন (সবার সঙ্গে সবার খেলা) পদ্ধতিতে শীর্ষ দু্ই দল যাবে অলিম্পিকের চূড়ান্ত পর্বে।

বর্তমানে ব্রাজিল শীর্ষ দুই দলের বাইরে আছে। অপরদিকে ভেনিজুয়েলার বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-২ ব্যবধানে ড্র করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। জিততে না পারলেও আলবিসেলেস্তারা আছে দ্বিতীয় স্থানে।

আর্জেন্টিনা-ভেনিজুয়ের ম্যাচে আত্মঘাতী গোল হয়েছে দুটি। একটি করেছে আর্জেন্টিনা। আরেকটি ভেনিজুয়েলা। প্রথমে নিজেদের জালে বল জড়িয়ে ১-০ তে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। আবার প্রতিপক্ষের আত্মঘাতী গোলেই ১-১ গোলে সমতায় ফেরে তারা।

এই ম্যাচের শেষে ৯ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। লালকার্ড দেখে ভেনিজুয়েলাও। শেষের নাটকীয়তায় অবশেষে ম্যাচ হেরে বসে আর্জেন্টিনা।

এরপর গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন থিয়াগো আলমাদা। সেই গোল ম্যাচের অতিরিক্ত সময়ের ৬ মিনিটে বিতর্কিত পেনাল্টিতে শোধ করে ভেনিজুয়েলা।

এই ভেনিজুয়েলার বিপক্ষেই আগামী ৮ ফেব্রুয়ারি পরের ম্যাচ খেলবে ব্রাজিল। আর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ১১ ফেব্রুয়ারি ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com