দেশের ভেতরে ঘোরাঘুরির আনন্দ আরও বাড়াতে শেয়ার ট্রিপে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ৭৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট হোটেল ও রিসোর্ট বুকিংয়ে এই আকর্ষণীয় ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা। পাশাপাশি, অভ্যন্তরীণ ভ্রমণে প্লেনের টিকিট বুকিংয়ে বেইজ ফেয়ারের ওপর ১৪ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে বিকাশ পেমেন্টে।
শেয়ার ট্রিপ ওয়েবসাইট বা অ্যাপ থেকে বিকাশ পেমেন্টের মাধ্যমে ডিসকাউন্ট উপভোগ করা যাবে। অফারটি পেতে পছন্দের হোটেল/রিসোর্ট বা এয়ারলাইন্স সিলেক্ট করে যাত্রীর প্রয়োজনীয় তথ্য দিয়ে ভ্রমণের তারিখ ও সময় নির্ধারণ করতে হবে। এরপর যথাযথ শর্তাবলি দেখে ডিসকাউন্ট প্রোমোকোড নিশ্চিত করলে পেমেন্ট অপশন চলে আসবে। পেমেন্ট অপশন থেকে বিকাশ-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
বিকাশ গ্রাহক অফার চলাকালীন প্রাপ্যতার ভিত্তিতে যেকোনো তারিখে হোটেল ও রিসোর্ট বুকিং করতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে তারিখ পরিবর্তন কিংবা রিফান্ড পলিসি নির্দিষ্ট এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ