রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রিপন মৃধা ও সাধারণ সম্পাদক মো. গোলাম নবীর নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিত শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কার্যকরী সভাপতি মো. কাদের আহমেদ ও ঊর্ধ্বতন সহ সভাপতি মো. মফিজুর রহমান, সহ সভাপতি মো. বিল্লাল হোসেন, মো. গোলাম সারোয়ার, মো. মোতাহার হোসেন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুহাম্মদ মোস্তফা কামাল, মো. হারুন-অর-রশিদ ও কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মাহবুব আলম, দপ্তর সম্পাদক উত্তম কুমার রায়, অর্থ সম্পাদক মো. ইসাহাক আলী মোল্লা, ক্রীড়া সম্পাদক ছাব্বির আহমেদ ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. আবুল কামাল, অভ্যর্থনা সম্পাদক মো. আহসান হাবিব, সমাজ কল্যাণ সম্পাদক মো. খোরশেদ আলম, সদস্য মো. নবী হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, নুরে আলম, শেখ আনোয়ার রহমান ও মো. রুবেল শেখ উপস্থিত ছিলেন। এছাড়া সিবিএর বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুষ্টিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর ও ময়মনসিংহ আঞ্চলিক পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ