যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে পাবনার কাশিনাথপুরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মেডিকেল ক্যাম্পটিতে ৭ ধরনের (চোখ, গাইনী, দন্ত, শিশু রোগ, অর্থোপেডিক, ডায়াবেটিস ও সাধারণ) চিকিৎসা সেবায় ৭ হাজার ৩২০ রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়। একই সঙ্গে ৭৫২ রোগীকে ফ্রি চোখ অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। এ সময় গরিব শীতার্ত মানুষের মাঝে দুই হাজার ৫০০ কম্বলও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মীর মনজুর এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
এ ছাড়া, আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নিকটস্থ শাখাগুলোর শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ।
বাংলা৭১নিউজ/এসএইচ