ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক মারা গেছেন। এ সময় আহত হয়েছে আরও দুই জন। সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়ারা হলেন- মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬)।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে লিয়াকত হোসেন গুড়দাহ বাজার থেকে জীবননগর যাচ্ছিলেন। গুড়দাহ গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে লিয়াকত হোসেনের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত অন্য দুইজনকে উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আশিষ দাস বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। তাদের লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ