ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি বলেছেন, সরকার দীর্ঘ ১৫ বছরে নির্বাচনী ব্যবস্থাসহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে তিনি এসব কথা বলেন
একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ, অবৈধ সংসদ ভেঙে দেওয়া এবং বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার দেশকে ভয়াবহ সঙ্কটে ঠেলে দিয়েছে। রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে নির্বাচন বন্ধ করে দিয়ে অবৈধ সংসদ ভেঙে দিতে হবে।
জমায়েতে বক্তব্য রাখেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।
জমায়েতের পর ইসলামী আন্দোলনের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
বাংলা৭১নিউজ/এসএইচ