গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির নির্বাচনি প্রচরণায় অংশ নিয়েছেন তার ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলার কাপাসিয়ার টোক সরযূবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বোন সিমিন হোসেন রিমির পথসভায় যোগ দেন তিনি। সিমিন হোসেন রিমি ও সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান।
সোহেল তাজ বলেন, রাজনীতি করতে হবে মানুষের জন্য। আমাদের পরিবার, তাজউদ্দীন আহমদ, জোহরা তাজউদ্দিন আহমদ সেই শিক্ষাই দিয়েছেন। নিজের সবকিছু বিলিয়ে দিয়ে জনগণের কল্যাণ, জনগণের সেবায় কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আপনারা জানেন আমার বোন সিমিন হোসেন রিমি সেই বিশ্বাস ধারণ করেই কাজ করেছেন। আগামীতেও তিনি নৌকা মার্কায় জয়ী হয়ে আরও দৃঢ়ভাবে সেই কাজগুলো করে যাবেন। আপনারা আমার বোনের জন্য দোয়া করবেন, যেন আরও ভালো কাজ করতে পারেন।
গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে আসছেন ঋণ খেলাপি করে, অসৎ উপায়ে টাকা উপার্জন করতে। এটা দেশের জন্য বড় অশনি সংকেত।
গাজীপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গতাজ-কন্যা সিমিন হোসেন রিমির বিপক্ষে নির্বাচনি মাঠে রয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী শিল্পপতি আলম আহমেদ। এছাড়া, এই আসনে জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ কংগ্রেসসহ ৫ প্রার্থী রয়েছেন। এখানে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন।
বাংলা৭১নিউজ/এসএইচ