রাজধানীর গুলিস্তানে এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেলেছে হৃদয় (২৪) নামের এক যুবক। এ সময় ওই নারীর স্বামী তাকে হাতেনাতে ধরে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে এক্স-রেতে তার পেটে সেই দুল ধরা পড়ে।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে ফুলবাড়িয়া সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে ঘটে এ ঘটনা।
ভুক্তভোগী সনিয়া বেগম (৩৫) নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মাদানি নগরের কাঁচামাল ব্যবসায়ী রাসেল ব্যাপারীর স্ত্রী। তারা গুলিস্তান কেনাকাটা করার জন্য এসেছিলেন।সনিয়া বেগম বলেন, ছেলেকে নিয়ে গুলিস্তানের স্কয়ার মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় ওই ছিনতাইকারী আমার ডান কান থেকে দুলটি টান দিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল।
তখন আমি চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে ধরে ফেলে। পরে সে দুলটি গিলে ফেললে জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার। তিনি বলেন, ছিনতাইকারী হৃদয় হোসেন ঢামেক হাসপাতালে আমাদের হেফাজতে রয়েছে।
তার পেটে থাকা দুলটি বের করার প্রকৃয়া চলছে। ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএইচ