শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নৌকা, লাঙ্গল, ট্রাকসহ যেসব প্রতীক পেলেন ঢাকার প্রার্থীরা

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২ বার পড়া হয়েছে

ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার কার্য ক্রম চলছে। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ও পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রার্থীরা প্রতীক সংগ্রহ করছেন। এরই মধ্যে অনেকে পেয়ে গেছেন নৌকা, লাঙ্গলসহ অন্যান্য প্রতীক।

সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল পৌনে ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়।

দুপুর পর্যন্ত পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০ আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন। অন্যদিকে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ৪,৫,৬,৭ আসনে প্রতীক দেওয়া হয়েছে। এই কার্যালয়ে ৪-১৮ আসনের প্রার্থীদের প্রতীক দেওয়া হচ্ছে।

ঢাকা-১ (দোহার এবং নবাবগঞ্জ উপজেলা) আসনে জাতীয় পার্টির সালমা ইসলাম (লাঙ্গল), আওয়ামী লীগের সালমান এফ রহমান নৌকা প্রতীক পেয়েছেন। এছাড়া আ. হাকিম, এনপিপি, (আম), সামসুজ্জামান চৌধুরী, সুপ্রিম পার্টি (একতারা),. শেখ মো. আলী, গণফ্রন্ট (মাছ),
মো. করম আলী, ওয়ার্কার্স পার্টি (কাস্তে) ও মুফিদ খান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) পেয়েছেন।

ঢাকা-২ (কামরাঙ্গীরচর-সাভার-কেরানীগঞ্জ) আসনে ডা. হাবিবুর রহমান, স্বতন্ত্র (ট্রাক), আশরাফ আলী জিহাদী, ইসলামী ঐক্যজোট (মিনার), অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ (নৌকা), শাকিল আহমেদ শাকিল, জাতীয় পার্টি (লাঙ্গল) পেয়েছেন।

ঢাকা-৩ (কেরানীগঞ্জের ৫টি ইউনিয়ন) আসনে মনির সরকার, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. রমজান, মুক্তিজোট (ছড়ি), মো. আলী রেজা, স্বতন্ত্র (ট্রাক), আব্দুস সালাম, এনপিপি (আম), নসরুল হামিদ, আওয়ামী লীগ (নৌকা) ও মো. জাফর, বাংলাদেশ কংগ্রেস (ডাব) পেয়েছেন।

ঢাকা-৪ আসনে ৯ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন (ট্রাক), মো. মনির হোসেন স্বপন (ঈগল) প্রতীক পেয়েছেন। আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামী ঐক্য জোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন।

ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাদের মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক), মো. কামরুল হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন। লটারির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্না (নৌকা), ইসলামিক ঐক্য ফ্রন্টের আবু জাফর মো. হাবিবুল্লাহ (চেয়ার), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের এস এম লিটন (টেলিভিশন), তৃণমূল বিএনপির মো. আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামী ঐক্য জোটের আব্দুল কায়ুম (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশাররফ হোসেন মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির মো. সারওয়ার খান (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন (ছড়ি) প্রতীক পেয়েছেন।

অন্যদিকে, ঢাকা–৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন নৌকা প্রতীক পেয়েছেন। আসনে ন্যাশনাল পিপলস পার্টির হামিদুর রেজা খান ভাসানী (আম), তৃনমুল বিএনপির কাজী সিরাজুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন (ছড়ি), গণফ্রন্টের আমিনুল ইসলাম সরকার (মাছ), ইসলামী ঐক্যজোটের রবিউল আলম মজুমদার (মিনার), জাতীয় পার্টি–জেপির সৈয়দ নাজমুল হুদা (বাইসাইকেল) প্রতীক পেয়েছেন।

ঢাকা–৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম নৌকা প্রতীক পেয়েছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নূর জাহান বেগম (ছড়ি), বাংলাদেশ সুপ্রীম পার্টির আফসার আলী (একতারা), জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মাসুদ পাশা (আম), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারি (মশাল) প্রতীক পেয়েছেন।

১. ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে. ডা. এনামুর রহমান, আওয়ামী লীগ (নৌকা)
২. তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, স্বতন্ত্র (ঈগল)
৩. মিলন কুমার ভঞ্জ, বাংলাদেশ কংগ্রেস (ডাব)
৪. নুরুল আমিন, গণফ্রন্ট (মাছ)
৫. মুহাম্মদ সাইফুল ইসলাম, স্বতন্ত্র (ট্রাক)
৬. মাহবুবুল হাসান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ)
৭. আইরিন পারভীন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল)
৮. ইসরাফিল হোসেন সাভারী, এনপিপি (আম)
৯. মো. জুলহাস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা)
১০. সাইফুল ইসলাম মেম্বার, বিএনএম (নোঙ্গর)

ঢাকা-২০ (ধামরাই)

১. বেনজীর আহমদ, আওয়ামী লীগ (নৌকা)
২. খান মোহাম্মদ ইসরাফিল, জাতীয় পার্টি (লাঙ্গল)
৩. এম এ মালেক, স্বতন্ত্র (ট্রাক)
৪. মোহাদ্দেছ হোসেন, স্বতন্ত্র (কাঁচি)
৫. মো. আমিনুর রহমান, মুক্তিজোট (ছড়ি)
৬. মো. মিনহাজ উদ্দিন, সুপ্রিম পার্টি (একতারা)
৭. রেবেকা সুলতানা, এনপিপি (আম)

এদিকে, আজ প্রতীক পাওয়ার পর প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com