দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা উঠানামা করছে ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা মৃদু শৈত্যপ্রবাহের আভাস বলছে আবহাওয়া অফিস।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়েরে তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বনিম্ন। এর আগে, শনিবার সকাল ৯টায় এখানে রেকর্ড হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
এদিকে, একদিনের ব্যবধানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও শীতের দাপট কমেনি। অব্যাহত শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত শীত বেশি অনুভূত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পরে আবারও জেঁকে বসে শীত।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, দুইদিন ধরে তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। টানা তিনদিন তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে এটা মৃদু শৈত্যপ্রবাহের আভাস। তাপমাত্রা আরও কমতে পারে।
বাংলা৭১নিউজ/এসএইচ