বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। হরতাল ও অবরোধে পর্যটক শূন্য কুয়াকাটা এখন পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠেছে। ফলে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলে। আগতদের নিরাপত্তা দিতে ট্যুরিষ্ট পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) কুয়াকাটা সৈকতে গিয়ে দেখা গেছে, আগত পর্যটকদের কেউ সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন, আবার কেউ প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেক পর্যটককেই বিভিন্ন স্পটে ঘুরে বেরাতে দেখা গেছে।
ঢাকার মাতুয়াইল থেকে আসা পর্যটক মোয়াজ্জেম-মিম দম্পত্তি বলেন, বিজয় দিবস উপলক্ষে আমরা কুয়াকাটায় বেড়াতে এসেছি। এখানের পরিবেশ মানুষজন দেখে বেশ ভালোই লেগেছ। সন্ধ্যায় আবার ঢাকায় ফিরবো।
যশোর থেকে আসা পর্যটক সায়েম বলেন, আমরা বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। এখানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কেটেছি। আমরা সবাই আনন্দ করে সময় অতিবাহিত করেছি।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, দীর্ঘদিন পর গতকাল শুক্রবার এবং আজ (শনিবার) কুয়াকাটায় ভালোই পর্যটক এসেছেন। এভাবে পর্যটকরা আসতে থাকলে ব্যবসায়ীরা পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবেন। দীর্ঘদিন পর্যটক শূন্য থাকায় ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছেন হোটেল ব্যবসায়ীরা।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন স্পটে ট্যুরিষ্ট পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন। পাশাপাশি আমাদের টহল টিমও কাজ করছে।
বাংলা৭১নিউজ/এসএইচ