অবরোধের সমর্থনে রাজধানীর বাংলামোটর এলাকায় মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগের দিকে যায়।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক, মিয়া মোহাম্মদ রাসেল, শাহ্ নাসির উদ্দিন রুমন,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন। সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী প্রমুখ।
জানা গেছে, সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ১১তম দফায় ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এর আগে সর্বশেষ অবরোধে হয়েছে গত ৬ থেকে ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত। রেল, সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। তবে বরাবরের মতো এবারও অবরোধের আওতামুক্ত থাকবে গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী পরিবহন।
গত ১০ ডিসেম্বর বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলা৭১নিউজ/এসএস