দেশের উত্তরের জেলা নওগাঁয় বাড়ছে শীতের তীব্রতা। এতে জনবজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১১ ডিসেম্বর) সারাদেশের মধ্যে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগি সেলসিয়াস।
এদিকে, সকালের ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে নিম্নআয়ের লোকজন পড়েছেন বিপাকে।
সকাল সোয়া ৭টায় শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় দিনমজুর জুয়েলের সঙ্গে। তিনি বলেন, ‘কনকনে শীতে সকালে কাজে বের হতে কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। কাজে না গেলে সংসার চলবে কী করে?’
শহরের বরুনকান্দি এলাকার কৃষক সাইদুল বলেন, ‘বোরো আবাদের জন্য বীজতলা তৈরি করতে হচ্ছে। কাজের মানুষের মজুরি বেশি। তাই নিজেই কাজে নেমেছি। শীতের মধ্যে পানিতে নেমে কাজ করতে হাত-পা হিম হয়ে যাচ্ছে।’
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, আজ ভোর ৬টায় বদলগাছীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা৭১নিউজ/এসএইচ