সম্প্রতি রূপালী ব্যাংক লিমিটেড শেরপুর টাউন কর্পোরেট শাখা, শেরপুরে ব্যাংকের নিজস্ব ব্র্যান্ডের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
এটিএম বুথ উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও বলেন, আমরা গ্রাহকদের আরো উন্নত সেবা দেওয়ার জন্য এই এটিএম বুথ চালু করেছি। তিনি ব্যাংকের অটোমেশনকে আরও এগিয়ে নিতে সংশ্লিস্ট সবার প্রতি আহ্বান জানান।
এ সময় ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জিএম ইকবাল হোসেন খাঁ এবং জামালপুর জোনের ডিজিএম মোহাম্মদ মনোয়ার হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বুথের কার্যক্রম চালুর পর গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ