খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে গত ২৮ জুলাই থেকে কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির ২৩ হাজার ৪৭১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার ৯৮০টি মামলায় আসামি করা হয়েছে ৮৭ হাজার ১৪৩ জন নেতাকর্মীকে।
শুক্রবার (৮ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলায় আহত হয়েছেন ৮ হাজার ৮৭৪ জন নেতাকর্মী। মারা গেছেন একজন সাংবাদিকসহ ২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপির এই মুখপাত্র বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দীন টুকু ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইউসুফ বিন জলিল কালুসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে রাজধানীর শাহজাহানপুর থানার একটি মিথ্যা মামলায় দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে সাজা প্রত্যাহারের জোর আহ্বান জানান রিজভী।
বাংলা৭১নিউজ/আরএম