টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এ সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন। এতে উপস্থিত ছিলেন কমিটির সাবেক সভাপতি মো. মিয়াজ উদ্দিন মিয়া, সাবেক সহসভাপতি দেওয়ান আব্দুস ছোবহান, বর্তমান কমিটির সহসভাপতি মো. সুলতান উদ্দিন, সদস্য মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, সদস্য আমির আব্বাস ও রেবেকা সুলতান প্রমুখ।
সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর রাজাবাড়ি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমানকে সভাপতি ও মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগীয় কার্যালয়।