দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে আওয়ামী লীগের সালমান ফজলুর রহমান ও জাতীয় পার্টির সালমা ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্য দলের আরও পাঁচ জনের প্রার্থিতা বৈধ হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক এবং জেলার পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
ঢাকা-১ আসনে এবার ভোটে লড়তে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এদের মধ্যে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর নথিপত্র ইস্যুতে দুজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রেখেছেন রিটার্নিং কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএইচ