টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই- বোনের মৃত্যু হয়েছে ৷
রবিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার কাগমারা পণ্ডিত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ৷
নিহতরা হলেন, ওই এলাকার আব্দুল ওহাবের মেয়ে ওয়াছেনাথ (৫) ও জাহাঙ্গীর আলমের ছেলে ইহান (৪)।
নিহত শিশুদের চাচা আব্বাদ উদ্দিন বলেন, রবিবার সকালে খেলতে গিয়ে শিশু দুইটি বাড়ির পেছনের পুকুরে ডুবে যায় ৷ পরিবারের লোকজন তাদেরকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন ৷
একপর্যায়ে দুইজনকে পুকুর থেকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ