রাজধানীর কদমতলী মিরাজনগর এলাকায় বখাটেদের কিল-ঘুসিতে আব্দুর রহিম খান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রহিমের ছেলে রাকিবুল খান বলেন, আমার বাসার সামনে ইলিয়াস, আব্দুল্লাহ, সিয়াম ও জনিসহ বেশ কয়েকজন আড্ডা দিতো ও মাদকসেবন করতো। এ নিয়ে ভাড়াটিয়ারা আমাদের কাছে অভিযোগ করেন। পরে আমরা আড্ডা দিতে বাধা দিলে প্রথমে সবাই উত্তেজিত হয়ে আমাকে মারধর করে।
তখন আমাকে বাঁচাতে বাবা এগিয়ে এলে তাকেও মারধর করে। একপর্যায়ে বখাটেদের কিল-ঘুসিতে বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাতে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি বাবাকে হত্যার বিচার চাই।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ