গতকাল শুক্রবার জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন ছিল। সন্ধ্যা ৬টা পর্যন্ত রওশন এরশাদ ও তাঁর অনুসারীরা ফরম সংগ্রহ করেননি।
গতকাল শুক্রবার জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন ছিল। সন্ধ্যা ৬টা পর্যন্ত রওশন এরশাদ ও তাঁর অনুসারীরা ফরম সংগ্রহ করেননি।
জাপার একটি সূত্র বলছে, সাদ এরশাদ রংপুর-৩ আসনের সংসদ সদস্য। এই আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। ফলে এই আসন নিয়ে তাঁদের মধ্যে পুরনো বিরোধ আবার সামনে এসেছে।
অবশ্য জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় বলেন, ‘রওশন এরশাদ আমাকে ফোন দিয়ে সাদ এরশাদসহ তিনজনের ফরম সংগ্রহ করতে লোক পাঠাবেন বলে জানিয়েছেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ রওশনপন্থী নেতা মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমাদের নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে তাঁদের দেওয়া হয়নি। কয়েকজনকে লাঞ্ছিত করা হয়েছে।
দলের মহাসচিব মুজিবুল হক উপস্থিত সাংবাদিকদের বলেন, দু-একটি বাদে ৩০০ আসনেই একাধিক প্রার্থী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থীদের এলাকায় প্রভাব, ব্যক্তিগত জনপ্রিয়তার বিষয়গুলো মাথায় রাখা হচ্ছে। ২৭ তারিখ জাপার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে।
১৭৫২ ফরম বিক্রি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এক হাজার ৭৫২ জন মনোনয়নপ্রত্যাশী জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। গত সোমবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত এ ফরম বিক্রি হয়। গতকাল জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএম