নির্বাচনে যাওয়ার ঘোষণায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইব্রাহীমকে হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্চিত করার ঘোষণা দেন।
বিবৃতিদাতারা হলেন, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকের হোসেন, সদস্য সচিব মো. অহিদুল আলম, সদস্য সচিব মো. কামাল উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতারা।
বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান। তিনি বলেন, ‘কল্যাণ পার্টির চেয়ারম্যান ইব্রাহিম একজন জাতীয় বেঈমান। ২০১৮ সালে তিনি ২০ দলীয় জোট থেকে হাটহাজারী আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।
তার সঙ্গে নির্বাচনে কাজ করতে গিয়ে আমাকে কারাগারে যেতে হয়েছে। অথচ এখন যখন সরকারের বিরুদ্ধে আন্দোল তুঙ্গে, ঠিক তখনই তিনি বিএনপিসহ সমমনা ৩৫টি দলের জোটের সঙ্গে বেঈমানি করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার বেঈমানি মেনে নেওয়ার মতো নয়। তাই তাকে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাকে হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’
এর আগে লিখিত বক্তব্যে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ কল্যাণ পার্টি যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন, তার এমন কর্মকাণ্ডে হাটহাজারী সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং এ খবর প্রকাশিত হওয়ার পর হাটহাজারী উপজেলা বিএনপির জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়।
বাংলা৭১নিউজ/এসএস