বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের সুপারভাইজারী কমিটির ৮৩তম সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২ ২ হাজার কোটি টাকার ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন একরামুল-গোলন্দাজসহ দুদকের জালে সাবেক ১০ এমপি শুল্ক গোয়েন্দার ডিজিসহ ৩১ কর্মকর্তা পদে রদবদল দুই শতাধিক কৃষককে ঋণ দিলো এবি ব্যাংক ‘কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনও ধরা পড়েনি’ বাংলাদেশ পুলিশের সংস্কারে সহযোগিতা করবে ইতালি জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সীমান্ত খোকনের জানাজা অনুষ্ঠিত জাতিসংঘের মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ ইসরায়েলের ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০ তেলের দাম এক লাফে বাড়ল ৪ শতাংশ ঘনঘন বিদেশ সফর: পাউবো’র শ্যামল কী ‘র’ এর এজেন্ট! মুখোমুখি লড়াইয়ে পিছু হঠতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী: হিজবুল্লাহ নজরুল ইসলাম মজুমদার সাত দিনের রিমান্ডে পোশাককর্মী রুবেল হত্যা: সালাম মুর্শেদী দুইদিনের রিমান্ডে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর বা তারও কম চান ৫৩ শতাংশ ভোটার হাসপাতা‌লে ভ‌র্তি বি. চৌধুরী বাংলাদেশে কারখানা তৈরি করে মাছ রপ্তানি করতে চায় চীন

এবার রাহুলের বিদায়ে বিপাকে ভারত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৯ বার পড়া হয়েছে

জস হ্যাজলউডের আউট সাইড অফের বলে পরাস্ত রবীন্দ্র জাদেজা। বিপদের মুহুর্তে খোঁচা দিয়ে বসেন বাঁহাতি এই অলরাউন্ডার। উইকেটের পেছনে ক্যাচ ধরতে ভুল করেননি জস ইংলিশ। কোহলির আউটের পর জাদেজাকে নিয়ে এগোচ্ছিলেন রাহুল। ২২ বলে ৯ রান আসে জাদেজার ব্যাট থেকে। ক্রিজে এলেন সুরিয়া কুমার যাদব। ভারতের শেষ ভরসার জুটি রাহুল-সুরিয়া। 

স্টার্কের শর্ট অব লেন্থের বল অফে ঠেলে দিয়ে ভোঁ দৌড় দেন লোকেশ রহুল। স্রোতের বিপরীতে দাঁচাপের মুহুর্তে ফিফটির দেখা পান এই উইকেটরক্ষক ব্যাটার। ৮৬ বলে ফিফটিতে চারের মার ছিল মাত্র ১টি! বাকি রান আসে স্ট্রাইক রোটেট করে। প্রথমে কোহলির সঙ্গে ফিফটির জুটি গড়ে দলের হাল ধরেছিলেন, কোহলি ফিরলে জাদেজাকে নিয়ে এগোতে থাকেন। 

ফিফটির পর বোল্ড কোহলি, বিপাকে ভারত
কামিন্সের শর্ট অব লেন্থের ডেলিভারিতে পরাস্ত কোহলি! ডিফেন্ড করতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে-বলে এক হয়নি। ব্যাট ফাঁকি দিয়ে বল ভেঙে দেয় উইকেট। লাখো দর্শকে মুখোরিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম তখন রূপ নেয় শশানে।  ৪টি চারের মারে ৬৩ বলে ৫৬ রান করেন কোহলি। পরপর ২ উইকেট হারানোর পর কোহলি-রাহুল জুটিতে আশা দেখছিল ভারত। তার আউটে ভেঙে যায় ১০৯ বলে ৬৭ রানে জুটি। ক্রিজে রাহুলের সঙ্গী রবীন্দ্র জাদেজা। 

১৬.১ ওভার কোনো বাউন্ডারি দেখা যায়নি কোহলি-রাহুলের ব্যাটে। দুজনের মনোযোগ থিতু হয়ে খেলার নাটাই নিজেদের হাতে নেওয়া। সেদিকেই এগোচ্ছেন দুজনে। জুটির ফিফটির পর কোহলিও দেখা পান ফিফটির। আসে বাউন্ডারিও। জাম্পাকে প্যাডেল সুইপ করে বাউন্ডারির বাইরে পাঠান রাহুল। 

অ্যাডাম জাম্পাকে লং অনে খেলে সিঙ্গেল নেন বিরাট কোহলি। ৫৬ বলে কোহলি দেখা পান ওয়ানডে ক্যারিয়ারের ৭২ তম ফিফটির। রাহুলের সঙ্গে জুটি গড়ে কোহলির ফিফটিতে কিছুটা স্বস্তিতে ভারত। টানা দুই বিশ্বকাপে টানা পাঁচটি ইনিংসে একমাত্র ব্যাটার হিসেবে পঞ্চাশের বেশি রানের কীর্তি গড়েন কোহলি।  রোহিতের পর শ্রেয়স আইয়্যার মাঠে এসেই ফেরায় বিপাকে পড়েছিল দলটি। কোহলি-রাহুল ঠাণ্ডা মেজাজে এগোচ্ছেন, দুজনের জুটি ইতিমধ্যে ফিফটি ছড়িয়ে যায়। 

কোহলি-রাহুলে ভারতের প্রতিরোধ

রোহিতের পর আইয়্যারের বিদায়ে বিপাকে পড়ে ভারত। এরপর ক্রিজে আসেন লোকেশ রাহুল। নতুন ব্যাটার রাহুলকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করছেন বিরাট কোহলি। দুজনে ধীরে খেলে থিতু হওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে ৪০ রান আসে দুজনের জুটি থেকে। চ্যালেঞ্জিং স্কোর গড়ার জন্য দুজনের একটা লম্বা জুটি খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য। কোহলি-রাহুল তাই করছেন। 

ফিলিস্তিনে পতাকা নিয়ে মাঠে দর্শক 

ভারতের ইনিংসের ১৪তম ওভারে, ফিলিস্তিনে হামলা বন্ধের দাবিসমৃদ্ধ টি শার্ট ও মাস্ক পরে ফাইনালের মাঠে অনুপ্রবেশ এক দর্শকের। বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন সেই দর্শক। 

রোহিতের বিদায়, অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি
পেসারদের মার খেতে দেখেই কিনা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স পাওয়ারপ্লেতেই নিয়ে আসলেন গ্লেন ম্যাক্সওয়েলকে। এই স্পিনারের করা দ্বিতীয় ওভারে চড়াও হয়েছিলেন রোহিত। পরপর দুই বলে চার ও ছক্কা মারার পর আরেকটি বাউন্ডারি হাকাতে গিয়েই ধরা পড়েন হিটম্যান।

ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে তুলে মেরেছিলেন, এবার যেদিকে খেলতে চেয়েছিলেন রোহিত, সেটি করতে পারেননি। ক্যাচ উঠেছিল কাভারে। পেছন দিকে ছুটে ট্রাভিস হেড নিয়েছেন দুর্দান্ত ক্যাচ। রোহিত থেমেছেন ৩১ বলে ৪৭ রান করে। ১০ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে তুলেছে ৮২ রান।

আক্রমণাত্মক রোহিত, সঙ্গ দিচ্ছেন কোহলি
শুভমান গিলের বিদায়ের পর রোহিত শর্মার সঙ্গে দলের হাল ধরেছেন বিরাট কোহলি। এসেই আক্রমণ শুরু করছেন কোহলি। সপ্তম ওভারে স্টার্কের বলে হাঁকিয়েছেন টানা তিন চার। অন্যপ্রান্তে ঝড় তুলে কোহলিস শো দেখছেন রোহিত।তাতে ভারতও পেরিয়েছে দলীয় পঞ্চাশের ঘর।

গিলের বিদায়ে ভাঙল জুটি
আসরজুড়ে ভালো খেলে ফাইনালে এসে খেই হারালেন শুভমান গিল। শুরুতেই বিদায় নিয়েছেন তিনি। স্টার্কের শর্ট লেংথের বলে যেভাবে চেয়েছিলেন খেলতে পারেননি সেভাবে, লেংথও ঠিক সে শট খেলার পক্ষে ছিল না। গিলের পুলে সরাসরি ক্যাচ গেছে মিড অনে থাকা অ্যাডাম জাম্পার হাতে।

হ্যাজেলউডকে ব্যাক টু ব্যাক চারে রোহিতের শুরু
প্রথম ওভার দেখেশুনে খেলে ইনিংসের দ্বিতীয় ওভারেই চড়াও হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। জশ হ্যাজেলউডের ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রোহিতকে স্ট্রাইক দিয়েছিলেন শুভমান গিল।টানা দুই চারে হ্যাজেলউডকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ওপেনার।

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে দুই দল 
আগের ম্যাচে জয়ের ধারাবাহিকতায় এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত। ছয় ব্যাটসম্যানের সঙ্গে তিন জেনুইন পেসার ও দুই স্পিনার আছেন সেরা এগারোতে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

এদিকে অস্ট্রেলিয়ার একাদশেও কোনো পরিববর্তন আসেনি। তাতে সাত ব্যাটসম্যানের সঙ্গে তিন পেসার ও এক স্পিনার নিয়ে শিরোপার লড়াইয়ে নেমেছে অস্ট্রেলিয়া।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com