রাজধানীর যাত্রাবাড়ীর শহীদনগর এলাকায় বাসা ভাড়া নিতে গিয়ে বাসার মালিক রিনা বেগমকে (৪৫) ছুরিকাঘাত করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। পরে ওই নারীর চিৎকারে চার যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় আহতরা হলেন- মো. ইব্রাহিম (২৭), মো. আলমগীর হোসেন (২৮), মো. আক্তার হোসেন (৩০) ও মো. আনোয়ার হোসেন (৩২)।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) কবির হোসেন জানান, খবর পেয়ে যাত্রাবাড়ীর শহীদনগর এলাকা থেকে চারজনকে উদ্ধার করি। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হয়। তাদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ওই এলাকার লোকজনের মুখে জানতে পারি ওই চার যুবক শহীদনগর এলাকার একটি বাসায় ভাড়া নেওয়ার জন্য যান। পরে ওই নারী বাসা দেখানোর সময় এ চার যুবক তার হাতে থাকা স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
বাধা দিতে গেলে ওই সময় ওই যুবকরা তার গলায় এবং হাতে ছুরিকাঘাত করে। পরে ওই নারীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে চারজনকে আমাদের খবর দিলে আমরা তাদের উদ্ধার করি। এ ঘটনায় ওই নারীকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে আমরা জানতে পারি।
বাংলা৭১নিউজ/এসএম