বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের সুপারভাইজারী কমিটির ৮৩তম সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২ ২ হাজার কোটি টাকার ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন একরামুল-গোলন্দাজসহ দুদকের জালে সাবেক ১০ এমপি শুল্ক গোয়েন্দার ডিজিসহ ৩১ কর্মকর্তা পদে রদবদল দুই শতাধিক কৃষককে ঋণ দিলো এবি ব্যাংক ‘কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনও ধরা পড়েনি’ বাংলাদেশ পুলিশের সংস্কারে সহযোগিতা করবে ইতালি জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সীমান্ত খোকনের জানাজা অনুষ্ঠিত জাতিসংঘের মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ ইসরায়েলের ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০ তেলের দাম এক লাফে বাড়ল ৪ শতাংশ ঘনঘন বিদেশ সফর: পাউবো’র শ্যামল কী ‘র’ এর এজেন্ট! মুখোমুখি লড়াইয়ে পিছু হঠতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী: হিজবুল্লাহ নজরুল ইসলাম মজুমদার সাত দিনের রিমান্ডে পোশাককর্মী রুবেল হত্যা: সালাম মুর্শেদী দুইদিনের রিমান্ডে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর বা তারও কম চান ৫৩ শতাংশ ভোটার হাসপাতা‌লে ভ‌র্তি বি. চৌধুরী বাংলাদেশে কারখানা তৈরি করে মাছ রপ্তানি করতে চায় চীন

সাকিবের পর তানজিমের আঘাত, নিশাঙ্কার বিদায়

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে

তানজিমের শিকার নিশাঙ্কা
ক্রস সিমের ডেলিভারি। ড্রাইভ করতে গিয়েছিলেন নিশাঙ্কা। তবে ব্যাটে বলে হলো না। স্টাম্পে বল টেনে এনে উইকেট বিলিয়ে দিয়েছেন শ্রীলঙ্কা ওপেনার। ৩৬ বলে ৪১ রান করে থামলেন তিনি, পরপর ২ ওভারে দুজন থিতু ব্যাটসম্যানের উইকেট নিল বাংলাদেশ। হুট করেই আবার চাপ শ্রীলঙ্কার ওপর। 

মেন্ডিসকে বিদায় করে জুটি ভাঙলেন সাকিব
মেন্ডিস আজ রান করার স্পেস পাচ্ছিলেন না। তানজিমের ওপর চড়াও হয়েছিলেন, খোলস ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিত দিলেও পরের ওভারে সাকিব আল হাসানকে তুলে মারতে গিয়ে বিপদ ঢেকে আনেন। লং অনে শরীফুলের হাতে ধরা পড়লেন শ্রীলঙ্কা অধিনায়ক।

শ্রীলঙ্কার দারুণ ব্যাটিং, উইকেটের খোঁজে বাংলাদেশ
প্রথম ওভারে উইকেট হারানোর পর দারুণ ব্যাটিং করে চলছে শ্রীলঙ্কা। ভালো বোলিং করেও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।তাতে প্রথম পাওয়ারপ্লেতে ফিফটি পেরিয়ে গেছে শ্রীলঙ্কা। কোনো উইকেট নিতে পারেনি টাইগাররা।

শ্রীলঙ্কার ভালো শুরু
কুশল পেরেরার উইকেট হারানোর পরও রানের গতি ধরে রেখেছে শ্রীলঙ্কা। দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিস মিলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশি বোলারদের হতাশা উপহার দিয়ে এ দুজনের ব্যাটে ৮ ওভারেই ৪৩ রান তুলে ফেলেছে লঙ্কানরা। নিশাঙ্কা ২৫ বলে ৩৩ ও মেন্ডিস ১৮ বলে ৪ রান নিয়ে অপরাজিত আছেন।

মুশফিকের দুর্দান্ত ক্যাচ, পেরেরাকে ফেরালেন শরিফুল
অফ স্টাম্পের বেশ বাইরের বল, বেড়িয়ে যাচ্ছিল আরেকটু।খোঁচা দিয়ে বসলেন কুশল পেরেরা। ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠেছিল স্লিপের দিকে। একমাত্র স্লিপে ছিলেন নাজমুল হোসেন। শান্তকে ছাপিয়ে নায়ক হয়ে উঠলেন মুশফিক। বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তিনি। আতহার আলী খানের ভাষায়, টুর্নামেন্টেরই অন্যতম সেরা ক্যাচ সেটি।

মোস্তাফিজের জায়গায় তানজিম হাসান সাকিব
টস করতে এসে সাকিব জানালেন, আজ খেলার জন্য ফিট নন মোস্তাফিজুর রহমান। তার জায়গায় বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা। 

টস
ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম শুরু হবে ম্যাচটি।

দুই দলের লক্ষ্য চ্যাম্পিয়নস ট্রফি
যা হারানোর তা হারিয়ে গেছে অনেক আগে। যা পাওয়ার তা কেবল পড়ে আছে সামনে। ২০২৩ বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রাথমিক লক্ষ্য ছিল সেমিফাইনাল খেলা। কিন্তু এশিয়ার দুই দেশ এতোটাই বাজে পারফর্ম করেছে যে, নিজেদের লক্ষ্য থেকে তারা ছিটকে গেছে বহুদূর।

তবুও মন্দের ভালো। ৭ ম্যাচে ২ জয় নিয়ে আছে সাত নম্বরে। বাংলাদেশ ৭ ম্যাচে ১ জয়ে নয়ে। এই ম্যাচকে ঘিরে তেমন আগ্রহ না থাকলেও দুই দলের জন্য বিরাট গুরুত্বের। অর্থহীন ম্যাচটা গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে বড় কারণ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির টিকিটের নিশ্চয়তা।

বিশ্বকাপে পয়েন্ট টেবিলে আটে থাকতে পারলে পাকিস্তানে টুর্নামেন্ট খেলার টিকিট মিলেবে। আয়োজক হিসেবে পাকিস্তান সরাসরি খেলবে। বাকি থাকবে সাতটি জায়গা। সেই লড়াইয়ে টিকে থাকতে দুই দলের জয়ের বিকল্প নেই শেষ দুই ম্যাচে। 

পরিসংখ্যানের লড়াই যা বলে
এ পর্যন্ত ওয়ানডেতে ৫৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৪২টিতে। বাংলাদেশ জিতেছে মাত্র ৯টিতে। দুটি ম্যাচে কোনো ফল হয়নি। বিশ্বকাপে বাংলাদেশ এর আগে তিনবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল। তিনবারই জিতেছে শ্রীলঙ্কা।

সবশেষ পাঁচবারের দেখায়ও এগিয়ে শ্রীলঙ্কা। তিনবার জিতেছে তারা। বাংলাদেশ জিতেছে দুইবার। এবার বাংলাদেশের সামনে সুযোগ ব্যবধান কমানোর। আর শ্রীলঙ্কার সামনে বাড়ানোর।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com