সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। সোমবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির মোড় থেকে শুরু করে পল্টন মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে পুনরায় বিজয়নগর এসে মিছিলটি শেষ হয়।
এসময় মিছিলে উপস্থিত নেতাকর্মীরা অবরোধকে সমর্থন জানিয়ে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে বিরোধীদলের ওপর রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে। তাদের কড়াকড়ি অবস্থানের কারণে গণতান্ত্রিক অধিকার পালন করার সুযোগ পাচ্ছে না। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সরকারের অধীনে আবার কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে গণঅধিকার পরিষদের রাজপথে লাগাতার কর্মসূচি পালন করে আসছে। যতক্ষণ পর্যন্ত এ আন্দোলনের উদ্দেশ্য সফল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাব। হামলা মামলা করে, গ্রেপ্তার করে এ আন্দোলন থামানো যাবে না। যারাই আন্দোলন করছে তাদের শীর্ষ নেতাদের রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দিদের মুক্তি দাবি করছি।
রাশেদ খান বলেন, বর্তমানে এই অবৈধ সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আরও একটি একতরফা নির্বাচন করতে চাইছে। কিন্তু এবার আর ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে না। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত জনগণ এই আন্দোলন চালিয়ে যাবে। এছাড়াও আগামীদিনের আন্দোলনে গণঅধিকার পরিষদ সক্রিয়ভাবে মাঠে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় গণঅধিকার পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ অন্য নেতারা বক্তব্য দেন।
বাংলা৭১নিউজ/এসএইচ