লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। রোববার (৫ নভেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কোনো ভোটার দেখা যায়নি। এসময় কেন্দ্রটি পরিদর্শনে আসেন জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান, জেলা প্রশাসক (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ, রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার ও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে। এ কেন্দ্রে প্রায় দেড় ঘণ্টায় ৮০ জন ভোট দিয়েছেন। এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো অভিযোগ শুনিনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, নির্বাচনী এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। আমাদের প্রায় এক হাজার পুলিশ নিরাপত্তায় কাজ করছে। এছাড়া র্যাব-বিজিবি-আনসার সদস্যরাও নিরাপত্তা কাজে নিয়োজিত আছেন। নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান রইলো।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বলেন, নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে লক্ষ্যে আমদের বিভিন্ন নির্দেশনা চলমান। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন। নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক ভোটকেন্দ্র এলাকায় নিয়োজিত রয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ