মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুধবার থেকে ডিমের নতুন দাম কার্যকর হবে : ভোক্তা ডিজি সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ২ দিনের রিমান্ডে শিল্প উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত সাবেক বিমানমন্ত্রী ফারুক খান ২ দিনের রিমান্ডে আরাকান আর্মির হেফাজত থেকে ১৬ জেলেকে ফেরত এনেছে বিজিবি ৬ দিনের ছুটি শেষে হিলিতে আমদানি-রপ্তানি শুরু সাকিবের দেশে আসা-যাওয়ায় আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা আমরা শুনতে চাই না বিচারকরা ঘুষ খায়: ডা. শফিকুর কিউবার রাজপথে ফিলিস্তিনপন্থি মিছিল, নেতৃত্ব দিলেন প্রেসিডেন্ট লেবাননে ২৫ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৭ দিনের রিমান্ড আবেদন পিএসসির চেয়ারম্যান ও চার সদস্যের শপথ হজ ব্যবস্থাপনায় দুই কমিটি গঠন কাপ্তাইয়ে দুই স্কুল, এক মাদ্রাসায় বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বই পড়া’ চালু ঘানার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ বাংলাদেশের রোবট তৈরি করে নবম শ্রেণির ছাত্রের চমক সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার ছাত্র আন্দোলনে রাজন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা ভাবছে সরকার: শ্রম উপদেষ্টা

মৎস্য আহরণে ফের সমুদ্রে যাচ্ছে ফেনীর জেলেরা

ফেনী প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৭ বার পড়া হয়েছে

সাগরে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও নতুন স্বপ্ন নিয়ে সমুদ্রে মৎস্য আহরণে নামছে ফেনীর উপকূলীয় এলাকা সোনাগাজীর জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে জেলেপাড়ায়। সাগরে মাছ আহরণ করে আবারও পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে— এমন আশা তাদের। শুক্রবার (৩ নভেম্বর)  উপকূলীয় এলাকায় গিয়ে জেলেদের সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়।

রবীন্দ্র কুমার জলদাস নামে এক জেলে বলেন, ‘চলতি মৌসুমে ফেনী উপকূলে তুলনামূলক ইলিশ কম পেয়েছি। তারমধ্যে আবার ২২ দিনের নিষেধাজ্ঞায় একবারে ঘরে বসা। গত কয়েক দিন আগে থেকে সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি চলছে। প্রাণহীন থাকা জেলে পল্লিগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে।’

জেলেপাড়ার বাসিন্দা কৃষ্ণধন সর্দার বলেন, ‘নিষেধাজ্ঞার সময়ে মাত্র ২৫ কেজি চাল দিয়ে কোনোভাবেই আমাদের সংসার চলে না। এ জেলেপাড়ায় ৮৫টি পরিবারের ৫০০ বেশি সদস্য কষ্টের জীবনযাপন করতে হয়। এখানে মাছ ধরার বড় ইঞ্জিন নৌকা রয়েছে ১০টি। এ ছাড়া ছোট নৌকা রয়েছে ৭০টি।’ 

জেলে নয়ন দাস বলেন, ‘মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হলে আমাদের কষ্টের আর শেষ থাকে না। স্বল্প সময়ে বিকল্প পেশায় নিয়োজিত হতে না পেরে পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। এই সময়ে পরিবারে নিজেদের খাওয়া বা ভরণপোষণসহ সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোধ করতে কষ্ট হয়ে যায়।’ 

আবছার নামে স্থানীয় একজন মাছধরার ট্রলার মালিক বলেন, ‘ফেনীর জেলেরা সুতার জাল ব্যবহার করে। অন্যদিকে একটি অসাধু চক্র ফেনীর বাইরে থেকে এসে মোহনায় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ২৫০ থেকে ৩০০ নৌকা নিয়ে মাছ ধরে। এতে আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত হয়।’

সোনাগাজী উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, সোনাগাজীতে তালিকাভুক্ত জেলের সংখ্যা ১ হাজার ৬২৪ জন। তাদের মধ্যে ইলিশ মাছ ধরেন এমন জেলের সংখ্যা ২৫০ জন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, মা ইলিশ রক্ষায় জেলেদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে অভিযান পরিচালনাসহ মাঠপর্যায়ে থেকে নিয়মিত কাজ করা হয়েছে। তিনি আশা করেন, ইলিশের আশানুরূপ প্রজনন উৎপাদন হবে।

জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, নিষেধাজ্ঞার সময়ে সোনাগাজীর ২৫০ জন জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করায় ৬ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময়ে মৎস্য বিভাগ সাগরে মাছ ধরা বন্ধে সচেষ্ট ছিল।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ১১ অক্টোবর মধ্যরাত থেকে গত ২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ২২ দিনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com