বিশেষ অভিযানে কারওয়ান বাজার কিচেন মার্কেট থেকে বিপুল পরিমাণ নকল গৃহস্থালি পণ্য জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ নভেম্বর) এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মার্কেটে অবস্থিত কিছু দোকানে নকল হারপিক, নকল গ্লাস ক্লিনার ব্রাসো, নকল ফ্লোর ক্লিনার লাইজল পাওয়া যায়।
এ ধরনের নকল পণ্য বিক্রয়ের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়৷ এছাড়া একটি প্রতিষ্ঠানের সব কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
অভিযানে এসব দোকান থেকে বিপুল পরিমাণ নকল হারপিক, ব্রাশো এবং লাইজল জব্দ করা হয়েছে।
অভিযানটি অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল কর্তৃক পরিচালনা করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ