জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আজ অবরোধের তৃতীয় দিন চলছে। আমাদের এই অবরোধ ভোটচোরের বিরুদ্ধে, স্বৈরাচার শাসকের বিরুদ্ধে, এই অবৈধ সরকারের অপশাসন, অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর কমলাপুরে রেললাইন ও সড়ক অবরোধকালে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জনগণ ভোট ও ভাতের অধিকারকে হরণ করেছে, এমনকি মানুষের স্বাভাবিক মৃত্যুর অধিকারকেও হরণ করেছে। এ দেশের মানুষের অধিকার আদায়ে রাস্তায় নেমে এসেছে তারা। এই সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চাই না। আমরা রাজপথে নেমেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত। আর ঘরে ফিরে যাবো না।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার সারা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। আজ তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই অবস্থা থেকে দেশের মানুষ ও দেশকে রক্ষার জন্য জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের অবরোধ কর্মসূচি চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ