অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে জামায়েত ইসলামী। জামায়াতের আমির শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সমাবেশে হামলার প্রতিবাদে দলটির ৩ দিনের অবরোধ কর্মসূচি চলছে।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর উত্তর বিক্ষোভ মিছিল বের করে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দীন, জামায়াত নেতা মাহবুবুল আলম, মাজহারুল ইসলাম ও মাহফুজুর রহমানসহ আরও অনেকে।
মিরপুরের শেওড়াপাড়ায় অবরোধ কর্মসূচি পালন করে জামায়াতের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য আবু নকিব, আব্দুল আউয়াল আজম, অ্যাডভোকেট আব্দুল হামিদ ও অ্যাডভোকেট আব্দুর রকিব।
৭২ ঘণ্টার লাগাতার সড়ক, রেল ও নৌপথ অবরোধের অংশ হিসাবে হাতিরঝিল-তেজগাঁও অঞ্চলের উদ্যোগে সকাল ৭ টা ৪৫ মিনিট থেকে ৮টা ১০ পর্যন্ত তেজগাঁও-মহাখালী রেলপথ অবরোধ করে জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জিল্লুর রহমান, আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহ, মনির আহমেদ, ছাত্রনেতা নাজিমুদ্দিন প্রমুখ।
অবরোধ কর্মসূচির অংশ হিসাবে তুরাগ থানায় সড়ক পথ অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মহিবুল্লাহ। উপস্থিত ছিলেন তুরাগ উত্তরের আমির মতিউর রহমান, তুরাগ দক্ষিণের আমির মাহবুবুল আলম, তুরাগ মধ্য নায়েবে আমির কামরুল হাসান।
বৃহত্তর গুলশান থানার উদ্যোগে রাজধানীর মহাখালীতে অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন গুলশান পূর্ব থানার আমির আবু জুনায়েদ, গুলশান পশ্চিম থানার আমির মাহমুদুর রহমান ও বনানী থানার সেক্রেটারি আবু মাবরুর প্রমুখ।
অবরোধ কর্মসূচির অংশ হিসাবে মোহাম্মদপুরে মিছিল করা হয়। মোহাম্মদপুর পশ্চিম থানার আমির শফিউর রহমানের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মশিউর রহমান, মোহাম্মদপুর পশ্চিম থানা সেক্রেটারি মাসুদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এসময় নেতাকর্মীরা বসিলা সড়কে মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
অবরোধের সমর্থনে রুপনগর থানার উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরপুর ১২ নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে অংশ নেন সহকারী জোন পরিচালক মো. নাসির উদ্দীন, পল্লবী উত্তর থানা আমির মাওলানা সাইফুল কাদের, যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না চপল, পল্লবী মধ্য থানা সেক্রেটারি যোবায়ের হোসাইন রাজন, পল্লবী উত্তর থানা সেক্রেটারি মহিউদ্দীন, রুপনগর থানা সেক্রেটারি মোশাররফ হোসেন ভূইয়াসহ অনেকে।
বাংলা৭১নিউজ/এসএইচবি