শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলন ঠেকাতে ১৭ দিন ধরে বন্ধ ঢাকা সিটি কলেজ অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম আজ সেই ভয়াল ১৫ নভেম্বর দেশেই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস চান ভিসাপ্রত্যাশীরা মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা সাফা থেকে ৩ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ইসলামী ব্যাংক একদফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ সাদ অনুসারীদের চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২ ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস প্যারাগুয়ের কাছে হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বরিশালের সাবেক এমপি টিপু কেরানীগঞ্জে গ্রেপ্তার মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব, প্রশ্ন মোস্তফা সরয়ার ফারুকীর বর্তমান সরকার শহীদ ও আহতদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারবে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা থাকবে ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র এএমসিএলসহ ৪৬ প্রতিষ্ঠান পেলো আইসিএমএবি পুরস্কার চট্টগ্রামের উন্নয়নে ৩ খাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন ডা. শাহাদাত তিনদিনের মধ্যে এনআইডির ক্যাটাগরি করতে ইসির নির্দেশ

গাজীপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, চলছে না দূরপাল্লার বাস

গাজীপুর প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫ বার পড়া হয়েছে

পিকেটিং এবং মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপি ও জামায়াতসহ কয়েকটি দলের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধের প্রথম দিন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধের প্রথম দিন সকালে গাজীপুরের শিববাড়ি, রাজবাড়ি, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাসসহ আশপাশের এলাকা ঘুরে ঢিলেঢালা অবরোধ চলতে দেখা গেছে। 

সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা-ময়নসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় অবরোধ সমর্থনকারীরা। এসময় মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। এছাড়া ভোরে সালনা এলাকাতেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এসময় সরকার বিরোধী নানা ধরণের স্লোগান দেয় তারা। সোমবার দিবাগত রাতে একটি মিনি কভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সকালে সরেজমিনে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে যানবাহনের সংখ্যা অনেক কম। সকাল ৯টা পর্যন্ত দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

রাজধানী ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ ছিল স্বাভাবিক। জয়দেবপুর রেলজংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, উত্তরাঞ্চল থেকে যথা সময়ে ট্রেন সমূহ ছেড়ে এসেছে এবং গাজীপুর থেকে ঢাকার দিকে যথা সময়ে ট্রেন ছেড়ে গেছে।

বেসরকারি চাকরীজীবী মাহমুদুল হাসান বলেন, সকাল ৯টায় অফিস, অন্যান্য সময় ৮টার পর রওনা দিলেও সঠিক সময়ের অফিসে পৌছাতে পারি। আজকে অবরোধ তাই, নির্দিষ্ট সময়ের আগেই অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকালে রাস্তায় তুলনামূলক যানবাহন থাকায় অফিসে যেতে তেমন কোনো সমস্যা হবে না।

অবরোধ চলাকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া কালিয়াকৈরের চন্দ্রা, শ্রীপুরের মাওনা ও গাজীপুর মহানগরীর টঙ্গীতেও সীমিত সংখ্যক যানবাহন চলাচল করার খবর পাওয়া গেছে। পাশাপাশি সরকার দলীয় নেতারা তাদের কর্মীবাহিনী নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com