চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকার বাসিন্দা হাসান আলীকে হত্যার পর লাশ টুকরো করা ছেলে শফিকুর রহমান জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (৭ অক্টোবর) ভোরের দিকে ঢাকার হাজারিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক মো. ইলিয়াস খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শফিকুর রহমান চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকার বাসিন্দা নিহত হাসান আলীর ছেলে।
পিবিআই জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে চট্টগ্রামে আনা হয়। তাকে সঙ্গে নিয়ে তার বাবা হাসান আলীর কাটা মাথা উদ্ধারে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পিবিআই।
বাংলা৭১নিউজ/এসএম